
মোঃ পলাশ শেখ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ ১ ও সদর আংশিক আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ সেলিম রেজা,ও কাজিপুর উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দে এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের কাছে আজকের এই খোলা চিঠি।
চর গিরিশ ইউনিয়নের পূর্ব পাশ চরগিরিশ ফ্লাট সেন্টার বাজার হতে ভেটুয়াও ঘাট পর্যন্ত ব্যাপক হারে নদী ভাঙ্গন ফ্লাট সেন্টার বাজার যেখানে আনুমানিক একশোর অধিক দোকান এবং তিন শতাধিক বসতবাড়ি মাদ্রাসা মসজিদ স্কুল সহ ফসলি জমি ইত্যাদি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে,এ পর্যায় আরো অসংখ্য বাড়িঘর স্কুল মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে,এমত অবস্থায় সাধারণ মানুষ দিশেহারা ।
ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার চরের ছয়টি ইউনিয়নের সহজ সরল মানুষকে নদী সংস্কার এবং ভেটুয়াঘাটে ব্রীজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে তারা কোন কাজই করেনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে সাধারণ মানুষের বেশি কিছু চাইবার নাই।
নদী সংস্কার এবং ভেটুয়াঘাটের ব্রিজ নির্মাণের এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে নদীর সংস্কার করা খুবই জরুরিভাবে দরকার।
মোঃ রবিউল আলম,সভাপতি চারগিরিশ ইউনিয়ন যুবদল,সদস্য সিরাজগঞ্জ জেলা যুবদল,সদস্য,কাজিপুর উপজেলা আহবায়ক কমিটি যুবদল।