আনোয়ার হোসেন রকি, চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার সংসদীয় ৪ আসনের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিকি চৌধুরী ইনসাফ ও ন্যায়ের দাঁড়িপাল্লা ভোট চেয়ে গতকাল সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়নের জনসংযোগ করেন এতে জামায়াত নেতা কর্মীদের মাঝে আনন্দের ঢেঁকুর বিরাজ করে। অনেকের মতে এমন জনসংযোগ নেতা কর্মীদের চাঙা রাখে,সেই সাথে রাজনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান ফুটিয়ে তুলে।
সীতাকুণ্ডে সরকারবিরোধী আন্দোলন সড়ক অবরোধসহ নানা কর্মসূচিতে জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী দলটি আনোয়ার সিদ্দিক চৌধুরীকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে। তিনি বলেন।
সিদ্ধান্তের ভিত্তিতেই আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা পরিকল্পিত টিমওয়ার্কের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এখানে আমাদের সাংগঠনিক অবস্থান যথেষ্ট শক্তিশালী।
দল গোছানোর জন্য আনোয়ার সিদ্দিকি এই কাজটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে মনে করেন জামায়াত ইসলামীর অনেক নীতিনির্ধারকেরা।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.