প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:২৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন সদৃশ বস্তু ও নৌকা আটক।
শামসুন্নাহার,চাঁপাই নবাবগন্জ।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক সদর উপজেলার বাখেরআলী সীমান্ত থেকে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল গোয়ালডুবি গ্রামে অভিযান চালায়।পূর্বতথ্যের ভিত্তিতে পদ্মা নদীতে নৌকাযোগে মাদক পাচারের সময় দুই ব্যক্তিকে গোয়ালডুবি ঘাট এলাকায় টহলদল দেখতে পায়।
তল্লাশির উদ্দেশ্যে বিজিবি সদস্যরা নৌকার কাছে গেলে ওই দুই ব্যক্তি মো.আব্দুল করিম (৩৫),পিতা মৃত দুরুল হুদা ও মো:ওয়াসিম (৩১),পিতা এনামুল হক (দুজনই বাখেরআলী গ্রামের বাসিন্দা) নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।পরে নৌকাটি তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বিজিবি নৌকাসহ মাদকদ্রব্য জব্দ করেছে এবং এ ঘটনায় পলাতক দুইজনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.