মো:সাদ্দাম হোসেন ইকবাল,ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে,পিআর পদ্ধতিতে (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচনসহ ৫ দফা দাবিতে চৌগাছা ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪টায় ঝিকরগাছা বাজারে উপরে ব্রিজ এর সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন মাওলানা আশরাদুল ইসলাম, সভাপতিত্বে করেন মাওলানা আব্দুল আলীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী সদস্য ও চৌগাছা ঝিকরগাছা উপজেলা সংসদ সদস্য পদপ্রার্থী ডা:মোসলেম উদ্দিন ফরিদ
দেশে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে অবশ্যই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির নির্বাচন চালু করতে হবে।
বক্তারা সরকারের অনিয়ম,দুর্নীতি ও ভোটাধিকার হরণের তীব্র সমালোচনা করেন এবং ৫ দফা দাবির বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.