মুক্তার মাহমুদ,রাজশাহী
বহু ষড়যন্ত্র,আইনি জটিলতা ও প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে অবশেষে ন্যায্য প্রাপ্য বুঝে পেল আসল ইজারাদার। দীর্ঘ ৫ মাস ১৬ দিনের প্রতীক্ষার পর রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর ও দিয়ারখিদিরপুর মৌজার বালুমহাল আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সরকারি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স সাইফ ট্রেডার্সের প্রোপাইটার শাহিনুর রহমান শিহাব এর হাতে হস্তান্তর করা হয় বালু মহলটি।
জানাযায়,১৪৩২ বঙ্গাব্দের জন্য সর্বোচ্চ ১৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ৫০০ টাকার ইজারা মূল্যে মেসার্স সাইফ ট্রেডার্স বালুমহালটির অধিকার লাভ করে।
তবে হাইকোর্টের রিট (নং-১৪৯৪/২৫ ও ৪৭৮৭/২৫) এবং পদ্মার বন্যার কারণে এতদিন কার্যক্রম বন্ধ রাখতে হয়। এতে প্রতিষ্ঠানটির বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। মেসার্স সাইফ ট্রেডার্সের কর্ণধার শাহিনুর রহমান শিহাব বলেন, পুরো বছরের ইজারা মূল্য পরিশোধ করলেও ষড়যন্ত্রমূলক মামলা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ ছিল। এতে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তবুও আমরা আইন ও সরকারের প্রতি আস্থা রেখেছি। আশা করি,সমাজের সর্বস্তরের সহযোগিতায় ক্ষতি কাটিয়ে উঠতে পারব।
প্রতিষ্ঠানের পার্টনার রমজান আলী জানান,আমরা মার্চে সর্বোচ্চ দর দিয়ে ইজারা পাই। কিন্তু ষড়যন্ত্রমূলক রিটের কারণে এতদিন কার্যক্রম স্থগিত ছিল। অবশেষে এসিল্যান্ড স্যার আমাদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন। আওয়ামী দোসরদের দীর্ঘ দখলদারিত্ব ও অপশক্তির কবল থেকে মুক্ত হয়েছে এই বালুমহাল।
পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান বলেন,প্রতিবছরই সরকার নির্ধারিত নিয়ম মেনে বালুমহাল ইজারাদারদের বুঝিয়ে দেওয়া হয়। এ বছরও তাই করা হয়েছে। শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১৪৩২–১৪৩৩ চৈত্র সাল পর্যন্ত তারা বালু উত্তোলন করতে পারবেন।
বালুমহাল বুঝিয়ে দেওয়ার সময় স্থানীয় দিনমজুর গণ্যমান্য ব্যক্তি ও সকল পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.