তপন দাস,নীলফামারী প্রতিনিধি।
নীলফামারী প্রেস ক্লাবে প্রতিষ্ঠিত হলো নতুন লাইব্রেরি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো.শহীদুল ইসলাম (এনডিসি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ ও সুভাস বিশ্বাস,দপ্তর সম্পাদক এম আর রাজু, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন,অর্থ সম্পাদক এম আবুল হোসেন শাহ,নির্বাহী সদস্য তৈয়ব আলী সরকারসহ প্রেস ক্লাবের সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম বলেন,বই জ্ঞানের উৎস। প্রতিদিন অন্তত এক ঘণ্টা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি লাইব্রেরি হলো জ্ঞানচর্চার কারখানা। এমন উদ্যোগে অংশ নিতে পেরে আমি আনন্দিত।
প্রেস ক্লাবের লাইব্রেরি উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক মো.নায়িরুজ্জামান বলেন,শিক্ষার কোন শেষ নেই।লাইব্রেরি সমৃদ্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।
প্রেস ক্লাবের সদস্যরা জানান,লাইব্রেরিতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ পাঠকদের জন্যও বইপাঠের সুযোগ থাকবে।ধীরে ধীরে পাঠাগারকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.