দেশ ও মানুষের কল্যাণে স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ।শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করছে এই সংগঠনটি। সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানা, নুরে আলম, রাফি, মনোয়ারুল, নয়ন, মাহাবুল, আল আমিন, সাইফুল ইসলাম, মিলনসহ মোট ১১ জনকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. রিয়াজ শরীফ লিমন পাঠান, বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সোহাগ কুমার দাশ, জাহিদ আলম জেমস, আসমা আক্তার ঋতু, অর্নশ্রী ঘোষ, সোহেল তানভীর, আরিফ, সৌমিত্র প্রমুখ। সাদাকাত হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজের সঙ্গে আছে। কোটা সংস্কারের আন্দোলনে আহতদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত।
এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে জুলাই মাসে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত রংপুর নগরীর উত্তর কামাল কাছনা এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগমের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, চিনি, লবণ, সেমাই, চিড়া, মুড়ি ও শুকনা খাবার পেয়ে নিহত সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বলেন, ‘আমার শ্বশুরের মৃত্যুর পর আমার স্বামী সংসারের হাল ধরেন। সবজি বিক্রি করে যে আয় হতো, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলত। আমার স্বামীকে যারা মেরেছে, আল্লাহ তাদের বিচার করুক।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.