মোঃ কুতুব উদ্দিন,ঢাকা
ঢাকা কেরানীগঞ্জ এ মালিভিটা গ্রামে আজ ২৯/,০৯/২০২৫ ইং সোম বার বিশেষ কিছু শান্তিপ্রিয় মানুষ কেরানীগঞ্জ এর সমাজ থানা উপজেলা প্রত্যেক গ্রাম দেশ এবং সৎ নেতার দরকার
চাঁদাবাজি নেশামুক্ত সমাজ দরকার বর্তমান প্রেক্ষাপটে দেশের এই ক্লান্তিলগ্নে দেশের সাধারণ মানুষ বিবেক বন্দী হয়ে আছেন সঠিক কথা বলার সাহসীকতা নিয়ে অন্যায় জুলুমের প্রতিবাদ করার মত পরিস্থিতির বড়ই অভাব,সাধারণ কিছু বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হয়ে এসব আলোচনা করেন,ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের আলোচনা অগ্রগতি আক্ষেপ প্রকাশ করেছেন বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন।
যোগ্য নেতা নাম প্রকাশে উল্লেখ করেন কর্ণেল আব্দুল হক এর মত নেতা দেশের নেতা হয় তবে দেশের উন্নয়ন এবং সৎ সঠিক সমাজ ও দেশ এবং দেশের মানুষ শান্তিতে থাকবেন দেশ ও সমাজের প্রেক্ষাপট পাল্টে যাবে বলে আশা ব্যাক্ত করেন। কেরানীগঞ্জ এর মানুষ।নতুন।মুখ চায় এবং পরিবর্তন চায়,সৎ ও যোগ্য নেতা মনোনীত হলে যুবক সমাজ নেশামুক্ত হবে, গুরুত্বপূর্ণ আলোচনা করে শান্তিপ্রিয় সমাজের কিছু সাধারণ মানুষ উপস্থিত থেকে এসব আলোচনা শ্রবণ করেন।
দেশে শান্তি বড়ই অভাব দেশে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হওয়ার দাবি প্রকাশ করেন এবং কর্ণেল আব্দুল হক কে যোগ্য নেতা মেনে নিতে চান বলে আশাবাদ ব্যাক্ত করেন। কর্ণেল আব্দুল হক এর মানুষ যদি নেতা হয়ে আসেন আগামী নির্বাচনে তবে দেশের পরিবেশ পরিস্থিতি বদলে উন্নয়ন এ রুপ নিবে বলে জানান শান্তিপ্রিয় অতিথি এবং জনাব মোঃ মেহের আলী।
শান্তিপ্রিয় এ সভায় প্রধান আলোচনায় আসেন মোঃ মেহের আলী, মিটু,মেহেদী হাসান,সপন,রিপন, জাহাংগীর প্রমুখ।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.