মোঃকামরুল ইসলাম টিটু,খুলনা বিভাগীয় ব্যুরোচীফ
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদ পাই রেঞ্জের করমজলে বনজীবীদের পাঁচজনের দলে নদী থেকে সবাই পার হলেও ছোটখাটো সুব্রত উঠতে গিয়ে হোঁচট খান। সেই মুহূর্তে বিশাল এক কুমির তাঁর দুই পা কামড়ে ধরে টেনে নেয় পানির নিচে।
সহযাত্রীরা প্রাণপণ চেষ্টা করেও কুমিরের শক্তির কাছে হার মানে। মিনিট ১৫ পর সুব্রতকে মুখে নিয়ে ভেসে ওঠে কুমির, তারপর আবার অদৃশ্য হয়ে যায় গভীর জলে। বনরক্ষীরা ট্রলার নিয়ে এলেও কোনো লাভ হয় না,ঘটনাটি ঘটৈ ৩০ শে সেপ্টেম্বর -২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে,সন্ধ্যার পর গ্রামবাসীরা নামে উদ্ধারে।
অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ঢাংমারীর আলম খুঁজে পান রক্তাক্ত সুব্রতের মরদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও স্বজনেরা। সুন্দরবনের এক বনজীবী, যাঁর রোজগারেই চলতো পুরো পরিবার আজ ফিরলেন ঘরে লাশ হয়ে। এখন সামনে শুধু শোক আর সংগ্রামের জীবন।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.