মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার।
হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখা (মাদারীপুর)’এর কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে
শাহ সুফী জোনাব আলী রাজৈর পৌর ঈদগাহে (২৭সেপ্টেম্বর ) শনিবার সকাল ১০টায়। এসময় রাজৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা-২০২৫ উপলক্ষে বর্নিল সাজসজ্জা ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,সমাজের বিশিষ্টজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃদ্বয়, সংবাদকর্মী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা হেফাজতের সাধারণ-সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমি’র সঞ্চালনায় ও রাজৈর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ,মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী।
এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ,মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা
মাওলানা নোয়ামুতুল্লাহ আল-ফারিদী,মাদারীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি জামাউদ্দিন খান মুফতি উসামা খান মাদানী
মাওলানা গোলাম হোসাইনসহ প্রমুখ।
এসময় বক্তারা তাঁদের আলোচনায় বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শুদ্ধ চিন্তা, কর্ম ও আদর্শের ধারক সংগঠন। এ সংগঠন দেশের স্বাধীনতা,ইসলামি সংস্কৃতি, সামাজিক ন্যায় ও শিক্ষা বিস্তারে নিরন্তর অবদান রেখে চলেছে। বক্তারা নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানান এবং আগামীর দায়িত্ব সততা,নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার আহ্বান জানান।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.