সমরেশ রায় ও শম্পা দাস,কলকাতা:
আজ ২৯ সেপ্টেম্বর সোমবার ,ঠিক সন্ধ্যে আট টায়,ফুলবাগান সিআইটি স্কীমের সংযোগস্থলে,স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, ১২ তম বর্ষের ভাবনা ও প্রতিমাকে কেন্দ্র করে , এবং সেরা ২৫ টি ভাবনার মধ্য থেকে ছিনিয়ে নিলো ,সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা ,দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায় এবং একাধিক সহযোগী মিডিয়া ও বিচারকের বিচারে , সেরার সেরা জগৎশ্রী সম্মান ২০২৫,ষষ্ঠীর রাত থেকেই একের পর এক বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থার ও মিডিয়ার পুরস্কারে। ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত, তাদের ভাবনাকে বিচারের মধ্য দিয়ে বেছে নেওয়ায়। ক্লাবের উদ্যোক্তারা আশা করছেন আরো ও শিরোপা পাবেন।
স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি,প্রতি বছর সাধারণ মানুষকে নতুন নতুন ভাবনা উপহার দেন এবারেও ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা সকলকে নিয়ে একটি নতুন ভাবনা ভেবেছিলেন,যাহারা আমাদের কথা ভাবে,আমাদের সাজ সরঞ্জাম নিখুঁতভাবে তৈরি করে ঘরের আসবাবপত্রকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে,কিন্তু তাদের কথা কেউ ভাবেনা, রোদে জ্বলে অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাদের উপহার দেয়।,পেটের জ্বালায় দূর দূরান্তে পাড়ি দেয়,আনন্দ রয়ে যায় নিভৃতে তাই তাদের কথা ভেবে একটি সুন্দর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছেন, নাম দিয়েছিলেন পাঁজর এমনকি তাহাদেরকেও সম্মানিতও করেছেন ,এবং তাদের জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছেন,যা প্রতিটি দর্শককে আন্দোলিত করেছে,ভাবিয়ে তুলেছে,আর এই ভাবনায়, একের পর এক শিরোপা এনে দিলো, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতিকে।
ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা বলেন, এই শিরোপা আমার একার জন্য এনে দেয় না,যাহারা আমার সাথে সহযোগিতা করেছেন, যাহারা আমাদের পূজোকে তুলে ধরার চেষ্টা করেছেন, যাহারা আমার পাশে সব সময় থাকার চেষ্টা করেছেন সবার সহযোগিতাই সার্থক হয়েছে। তাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আর সকল সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই,যেভাবে আমাদের এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন।
সম্পাদক: প্রকাশক:
আনোয়ার হোসেন রকি মোঃ হাবিবুল্লাহ
মোবাইল: 01829242651 মোবাইল, 01608380312
ইমেইল : daily10starbd24@gmail.com ইমেইল: daily10starbd24@gmail.com
ঠিকানা : ফুলতলা,বার আউলিয়া,শীতলপুর, অফিস:ঠিকানা,ডিইপিজেড,বাইপাইল আশুলিয়া
সোনাইছড়ি,সীতাকুণ্ড,চট্টগ্রাম। সাভার ঢাকা ১৩৪১
wwww,10starbd24.live আমাদের পরিবার wwww,10starbd24.live
Copyright © 2025 daily10starbd24.live. All rights reserved.