
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলের জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর ২ টায়। জয়পুরহাট জেলা চালক দলেন কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বাটার মোড়,মাছুয়া বাজার,পাচুর মোড় এলাকা সহ গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে প্রায় ৩৫০ অটোরিকশা ভ্যান চালকদের মাঝে স্যালাইন পানি ও বিস্কিট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন। জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃমনজুরুল মওলা পলাশ,জেলা চালক দলের সভাপতি মোঃ হাসান আলী সদস্য সচিব মোঃ খোকন মোল্লা,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃআবু সাইদ, যুগ্ম আহ্বায়ক মোঃ নেওয়াজ মোর্শেদ সহ চালক দলের সদস্যরা।
এ সময় বক্তারা বলেন,তারেক রহমান এর আহবানে চালক দলে আমরা সবাই সমবেত হয়েছি। ছাত্র আন্দোলনে রিকশা, ভ্যান ও অটো চালকদের অন্যতম ভূমিকা রয়েছে। তারা এ দুঃসময়ে জীবন বাজি রেখে আহত ছাত্র জনতাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে নিতে সহায়তা করেছেন। দেশের তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া অসহায় গরিব রিক্সা, ভ্যান ও অটো চালদের উপরে কোন অন্যায় ও চাঁদাবাজি করতে না পারে। তারা যেন স্বাভাবিকভাবে চলতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্যে।