
শামসুন্নাহার,চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-৫, সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রেহাইচর মহানন্দা টোলঘর এলাকায় অভিযান চালায়। এ সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে রাজশাহীর পবা থানার মহানন্দা খালি গ্রামের শ্রী অন্তর মণ্ডল (২৪) কে একটি ট্রাভেল ব্যাগসহ আটক করা হয়।
সেখানে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোবাইলও জব্দ করা হয়।
র্যাব জানায়,উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।