
স্বর্ণা আক্তার,গাজীপুর।
গাজীপুর টঙ্গী পশ্চিম থানা বাদাম এলাকা বালুর মাঠ জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৮সেপ্টেম্বর) বিকেল ৩টায়,৫২ নম্বর ওয়ার্ড,বাদাম এলাকায় বালুর মাঠ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম।
আজকের অনুষ্ঠান সভায় মোঃ জামান মুন্সি সভাপতিত্ব করেন।এবং সঞ্চালনায় ছিলেন সভাপতি ছাত্র ফ্রন্ট মোঃ সিফাতুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন,জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান,বিশেষ অতিথি ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী,সহ-সভাপতি জাকের পার্টি মোঃ আলহাজ্ব সিদ্দিকুররহমান,
প্রচারসম্পাদক জাকের পার্টি মোঃরফিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্ট মোঃ কবির মুন্সি,সভানেত্রী গাজীপুর মহানগর মোসাম্মাত রাজিয়া সুলতানা,সভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট মোঃ রাজু মৃধা,জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট মোসাম্মত সীমা আক্তার, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মোঃআসাদুজ্জামান রানা,এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভক্তরা বলেন, জাকের পার্টি অরাজনৈতিক কোনো কর্মকান্ডের সাথে জড়িত নয়,কোন হামলা মামলার সাথে জড়িত নয়, এবং দেশের সন্ত্রাস চাঁদাবাজি,লুটপাট,মিথ্যা হয়রানি মামলা থেকে মুক্ত করা জাকের পার্টি অন্যতম চাওয়া,জাকের পার্টি অন্য দলের মতো না,এই দল পবিত্র দল এ দলের কোন ত্রুটি নাই,জাকের পার্টি সর্বস্তরের জনগণ কে সৎ পথে চলার এবং সঠিক পথে চলার জন্য দাওয়াত দিয়ে আসছেন,বাংলাদেশের পরিবর্তনের আশায় প্রতিটি ওয়ার্ড জেলা উপজেলা দাওয়াত দিয়ে পবিত্র গোলাপ ফুলের ভোট দেওয়ার আহবান জানান,শেষে সবার সহযোগিতায় জনসভা ও র্যালী সফলভাবে সমাপ্ত হয়।