
বিশ্বজিৎ চন্দ্র সরকার,বিশেষ প্রতিনিধি।
অদ্য রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনের শুরুতে তিনি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা,অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ,মালখানা ও হাজতখানা ঘুরে দেখেন। এছাড়া সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান অব্যাহত রাখা, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।পাশাপাশি তিনি তাদের সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান,নাজিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া, বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।