
।
মোঃ আলী শেখ,স্টাফ রিপোর্টার :
অনেক জল্পনা কল্পনা শেষে, শেষ হলো, ফরিদপুর জেলার,নগরকান্দা উপজেলার,মুনসুরাবাদের,দক্ষিণ কান্দি,গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ ইং,
এই বাইচ টিতে, অংশগ্রহণ করেন মোট ৬টি নৌকা,একটি নৌকা অনেক ছোট,তাই, ৫টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, প্রথম পুরস্কার একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি ফ্রিজ, মোট ৩টি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়েছে কমিটি লোকজনের কাছে শোনা গেছে, এই নদীতে প্রতি বছরই নৌকা বাইচ দেওয়া হয়, এই বাইচ দেখার জন্য বিভিন্ন এলাকার থেকে লোকজন জড়ো হয়ে আছে, ব্রিজ এবং নদীর দুই পাড়ে রয়েছে অসংখ্য লোক,অনিকে ট্রলারে করে নৌকা বাইচ দেখার জন্য এসেছে।