
মোঃ কামরুল ইসলাম টিটু,খুলনা বিভাগীয় ব্যুরো চীফ।
বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রতি বৈষম্য মুলক আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সুন্দরবনের উপর নির্ভরশীল সকল মৎস্য ও পেশাজীবিবৃন্দ।
বৃহস্পতিবার (২অক্টোবর) সকাল১০-০০ টায় শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্য ও সকল শ্রেণী পেশার মানুষ। বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করায় ফুঁসে উঠেছে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্য পেশাজীবিরা। তারা বলেন, পূর্ব সুন্দরবনের দুই রেঞ্জের জন্য দুই ধরনের আইন কখনোই আমরা মেনে নিবো না।
সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্য পেশাজীবিরা বলেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে যেখানে ১০-১৫ ভাগ এলাকাকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে শরণখোলা রেঞ্জে ৯০ ভাগ এলাকাকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এ ধরনের বৈষম্য শরণখোলাবাসী কখনোই মেনে নিবে না। তাছাড়া বর্তমানে শরণখোলা রেঞ্জে জন্য যতটুকু এলাকা অবমুক্ত রয়েছে তার তুলনায় সুন্দরবনে জেলেদের সংখ্যা অনেক বেশী।
অচীরেই সরকারের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন বনজীবীদের দাবির প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য।অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন । বনজীবী ও জেলেরা।