সর্বশেষ :
daily10starbd24.live এ আপনাকে স্বাগতম।  নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। বিজ্ঞপ্তি আমাদের সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে।আগ্রহীগন যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ।
শিরোনাম :
নবমীর মধ্যরাতে চেতলা অগ্রগামী ক্লাবে জনজোয়ার, ২০২৫ এর ভাবনা বহুমুখী  একমুখী “অমৃত কুম্ভের সন্ধানে ২ ই অক্টোবর ২০২৫ইং জয়পুরহাটে রিকশা ভ্যান ও অটো চালকদের মাঝে জেলা চালক দলের স্যালাইন পানি ও বিস্কিট বিতরন শিবগঞ্জে সিঁদুর খেলার মধ্য দিয়ে দুর্গোৎসবের বিদায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছেনা কুকুরের কামড়ের জলাতঙ্কের টিকা দুইদিনে আক্রান্ত-১৪ নরসিংদীর মাধবদী কান্দাপাড়া ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের প্রতি বৈষম্যমুলক আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দুর্গাপূজা আনন্দময় ও নিরাপদ করতে গোলাম জাকারিয়ার পূজা মণ্ডপ পরিদর্শন  চর গিরিশ ইউনিয়ন থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আমার খোল চিঠি। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ৫৯ বিজিবি দুর্গাপূজায় নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন সুন্দরবনের খালে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের ছোবলে প্রাণ হারালেন বনজীবী সুব্রত মণ্ডল।

নরসিংদীর মাধবদী কান্দাপাড়া ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

 

মোঃ কামাল হোসেন, জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর মাধবদী থানা কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ ।

গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় সংঘটিত হয়।উক্ত ডাকাতীর ঘটনায় অদ্য ২/৯/২৫ ইং বৃহস্পতিবার রাতে নরসিংদীর জেলা পুলিশ এর একাধিক টিম গাজীপুর, রূপগঞ্জ,নরসিংদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সাথে জড়িত মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম ।গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ কাজল মিয়া (৫০),পিতা-মৃত আলেক মিয়া,মাতা-জামেলা বেগম সাং-তালতলী থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী,২। মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ মোঃ মুছা মিয়া মাতাঃ হেলেনা বেগম সাং-কান্দাপাড়া থানাঃ মাধবদী জেলাঃ নরসিংদী,৩। মোঃ সাগর মিয়া (২২) পিতাঃ মোঃ কাইয়ুম মিয়া মাতা-ঃ আছমা বেগম সাং কাজীরচর (বাঘের বাড়ি) থানাঃ পলাশ জেলা নরসিংদী,৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতাঃ আশরাফুল আলম মাতাঃ আলেয়া বেগম সাং- কাজীরচর (মফি মেম্বারের বাড়ি) থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া মাতাঃ ময়ছান বেগম সাং-কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী,৬। মোঃ মনির হোসেন ওরফে এবাদুল্লাহ (মুন্না) (৩৮) পিতাঃ আব্দুল আজিজ মাতাঃ সাজেদা বেগম সাং কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতাঃ বিজর কুমার দাস মাতাঃ শীবানী রানী দাস সাং জয়নগর থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 daily10starbd24.live
Design & Development By HosterCube Ltd.