
মোঃ কামরুল ইসলাম টিটু,খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
বাগেরহাটের শরনখোলা উপজেলার ৭ নং রাজৈর ওয়ার্ড বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী ৪’৬৬ একর জমি দখল করেন।আজ ৩০ সেপ্টেম্বর -২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার রাজৈর গ্রামের মোঃ ফরিদ মাতুব্বার।
জমি দখল কারীর সাথে আলাপকালে জানতে পারলাম,উল্লেখিত জমি ফরিদ ও ফরিদের শশুর পক্ষের। বেশ কিছু বছর আগে পাট্টা মেয়েদীর নামকরে অন্যায় ভাবে, ভ্রানতক রেকর্ড করে জমি জোর জবরে দখল করে।এনিয়ে ফরিদ মাতুব্বার,এলাকার শালিশ ও আইন ব্যাবস্থার সুবিচার না পেয়েও থেমে থাকেনি। তিনি এই জমি জমা সংক্রান্ত মামলায় প্রতিপক্ষকে হারিয়ে দেন। বাংলাদেশ সরকার ঘোষিত ২০২৩ সালের ঘোষণা পত্র কাগজ যার জমি তার এই প্রতিপাদ্যকে মূল্যায়ন করে আদালতের শরণাপন্ন হন।
একপর্যায়ে কোর্ট তাকে সঠিক সিদ্ধান্ত দেন,দেওয়ানী ৪৬/১১ রি- নং ৯/২২ যাহার আদেশ নং ১০৭ অনুযায়ী ফরিদ মাতুব্বার তিনি জমির মূল মালিক,তারই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার জমি দখল করেন।জমি দখলের পর ফরিদের প্রতিপক্ষ শরণখোলা থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরিপেক্ষিতে শরণখোলা থানা পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হন। এবং কোন কারণে শান্তি ভঙ্গ না হয় এ বিষয়টি অবগত করেন। উভয় পক্ষকে সঠিক কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেন। কাগজপত্র যাচাই-বাছাই পূর্বক যার জমি সেই পাবে। প্রতিবেদনের পূর্ব মুহূর্ত পর্যন্ত উভয়পক্ষ কাগজপত্র নিয়ে শরনখোলা থানায় উপস্থিত হয়েছেন বলে জানা যায়।